রাষ্ট্রবিরোধী প্রচারপত্রের খোঁজে তল্লাশি
রাষ্ট্রবিরোধী প্রচারপত্রের খোঁজে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেছেন গুলশান থানার ওসি আবু বকর সিদ্দীক। শনিবার যুগান্তরের কাছে তিনি এ দাবি করেন। ওসি আবু বকর বলেন, 'বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী প্রচারণার ডকুমেন্টস রয়েছে। এছাড়া সেখান থেকে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানো হচ্ছে- এমন তথ্য আমাদের কাছে ছিল।' তিনি আরও বলেন, 'আদালতের অনুমতি নিয়েই গুলশান কার্যালয়ে আমরা তল্লাশি চালিয়েছি। তবে সেখান থেকে কোনো কিছু আমরা আনিনি।' বিএনপি কার্যালয়ের অফিস সহকারীরা জানিয়েছেন, তল্লাশি চালানোর আগে পুলিশ কার্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ কর দেয়। এ সময় কার্যালয় থেকে বেশ কিছু কাগজপত্র ফটোকপি করে পুলিশ নিয়ে গেছে বলেও জানান তারা। এর আগে শনিবার সকাল পৌনে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ অভিযান চালায়।
No comments