তল্লাশি গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশিকে গভীর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে গুলশান কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। রিজভী বলেন, 'একজন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে এভাবে তল্লাশি চালানো গণতান্ত্রিক রীতিনীতি ও শিষ্ঠাচার পরিপন্থী। বিএনপি চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত ও তার মর্যাদাহানির জন্যই এটা করা হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ।' শনিবার সকাল পৌনে ৭টা সাড়ে ৯টা পর্যন্ত কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। খবর পেয়ে সকাল ৯টার দিকে গুলশান কার্যালয়ে আসেন রিজভী। তল্লাশির সময় সেখানে গণমাধ্যমকর্মী ছাড়াও অন্য কাউকে যেতে দেয়া হয়নি। রিজভী আসার পর তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়।
No comments