প্লেমেকার সিলভাকে দলে ভেড়ালেন ম্যান সিটি
আগামী মৌসুমে চেলসির কাছ থেকে প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধারে বেশ নড়েচড়েই বসেছে ম্যানচেস্টার সিটি। তারই ধারাবাহিকতায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন মোনাকো থেকে পর্তুগীজ প্লেমেকার বার্নান্ডো সিলভাকে তারা দলে ভিড়িয়েছে। সূত্রমতে জানা গেছে চুক্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন ইউরো। আগামী ১ জুলাই সিলভার ম্যান সিটিতে যোগ দেয়ার কথা রয়েছে। ২০১৭-১৮ মৌসুমের জন্য কোচ পেপ গার্দিওলার অধীনে এটাই প্রথম হাই প্রোফাইল চুক্তি। যদিও সিলভার সাথে চুক্তির মেয়াদ বা ফি নিয়ে সিটি স্পষ্ট করে কিছুই জানায়নি। তারপরেও ব্রিটিশ গণমাধ্যমের সূত্র মতে ২২ বছর বয়সী এই প্লেমেকারকে সিটিজেনরা ৪৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে। সিলভাকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডও বেশ আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই আসছেন সিলভা। এ সম্পর্কে সিলভা বলেছেন, গার্দিওলার অধীনে অনুশীলনের সুযোগ পাবার আনন্দ সত্যিই বিশেষ কিছু। তিনি শুধুমাত্র বিশ্বের সেরা কোচই নন, অন্যতম সেরা। আমরা জানি তার অধীনে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কি করেছে। আশা করছি আমাদের সাথেও তাই হবে। পর্তুগীজ জায়ান্ট বেনফিকার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা সিলভা ২০১৪ সালে মোনাকোতে যোগ দিয়েছিলেন। ছয় মাস পরে তার চুক্তি স্থায়ী হয়। পর্তুগীজ জাতীয় দলের জার্সি গায়ে দিনি ১২টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে সিলভা ৫১টি ম্যাচে ১০ গোল করেছিলেন ও আরো ১০টি গোলে সতীর্থদের সহযোগিতা করেছেন। টটেনহ্যাম হটস্পার, সিটি ও জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে লীগ ওয়ানের চ্যাম্পিয়ন মোনাকো চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। নিজেদের ওয়েবসাইটে তারকা এই মিডফিল্ডারের সৌভাগ্য কামনা করেছে মোনাকো। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লীগের মৌসুমে তৃতীয় স্থানে থাকা সিটির থেকে সম্প্রতি চারজন সিনিয়র খেলোয়াড়কে ছেড়ে দিয়েছেন কোচ গার্দিওলা। যাদের মধ্যে উইঙ্গার জেসাস নাভাস ও ডিফেন্ডার গায়েল ক্লিচি অন্যতম। এছাড়া অপর দু’জন হলেন গোলরক্ষক উইলি কাবালেরো ও ডিফেন্ডার বাকারি সাগনা। আর্জেন্টাইন তারকা রাইট ব্যাক পাবলো জাবালেটা শুক্রবার সিটি ছেড়ে ওয়েস্ট হ্যামে যোগ দিয়েছেন। এদিকে প্রথম দিকে সাইডলাইনে থাকা মিডফিল্ডার ইয়াইয়া টোরের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে। ৩৪ বছর বয়সী আইভরি কোস্টের এই মিডফিল্ডারের সাথে সিটিজেনদের চুক্তিও শেষ হয়ে গেছে।
No comments