শিলাবৃষ্টির সম্ভাবনা
রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম,সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অথবা শিলা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।
ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বহমান তাপমাত্রার প্রবণতা কমতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। অপর একটি লঘুচাপ বঙ্গোপসাগরে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে আবহাওয়া অফিস জানায়। সূত্র : বাসস
No comments