সাভারে 'উগ্রবাদী আস্তানায়' অভিযানের চূড়ান্ত প্রস্তুতি
সাভার পৌর এলাকায় উগ্রবাদী আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার সকাল ১১টা দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে। এরপর ওই বাড়িতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইতিমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হচ্ছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, ঘিরে রাখা বাড়িটিতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। যেকোনো সময় মূল অভিযান শুরু করা হবে। এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি জাহিদ হোসেনের নেতৃত্বে প্রথমে নামা গেন্ডা এলাকার আনোয়ার মোল্লার পাঁচতলা ভবনের নিচ তলায় অভিযান চালায়। এ সময় পুলিশের খবর পেয়ে সন্দেহভাজন উগ্রবাদীরা চলে যায়।
সেখান থেকে কিছু উদ্ধারের খবরও পাওয়া যায়নি। পরবর্তীতে একই এলাকার কিছু সামনে গিয়ে নির্মাণাধীন ছয়তলা ভবনের সাকিব নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ডিভাইস, ল্যাপটপ, বোমা তৈরির সারঞ্জাম পাওয়া যায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে সন্দেহভাজন উগ্রবাদীরা সেখান থেকেও সরে পড়ে। তবে সেখানে তারা চুলার ওপর ভাত রেখে চলে যায় বলে পুলিশ সাংবাদিকদেক জানিয়েছেন। এ ছাড়াও সাথেই মোশারফ হোসেন নামের এক ব্যক্তির প্রবাসী মেয়ের জামাইর আরেকটি দ্বোতলা বাড়ির একটি রুম ভেতর থেকে লাগানো আছেন। পুলিশের ধারণা, ওইখানে সন্দেভাজন উগ্রবাদী থাকতে পারে। রাতে ডিএসবি’র এডিশনার এসপি সাইদুর রহমান জানান, আগামীকাল (আজ শনিবার) পুনরায় গিরে রাখা বাড়িটিতে অভিযান চালানো হবে। এ অভিযানে পুলিশ র্যাবসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments