তুরস্কে ৪ হাজার বিচারক বরখাস্ত
তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে চার হাজারেরও বেশি বিচারক ও সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ শুক্রবার বলেছেন, তদন্তের পর বিচার বিভাগের এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আমেরিকায় বসবাসরত বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনকে গত বছরের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্য নায়ক হিসেবে অভিযুক্ত করে আসছে তুর্কি সরকার। আঙ্কারার দাবি, তুরস্কের বিচার বিভাগে গুলেনের ব্যাপক প্রভাব রয়েছে। বোজদাগ এ সম্পর্কে বলেন, ‘ফতেউল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী’র সাথে যোগসাজশ থাকার কারণে কমপক্ষে চার হাজার বিচারক ও আইনজীবীকে অপসারণ করা হয়েছে। আপাতত এ ব্যাপারে তদন্ত শেষ উল্লেখ করে বোজদাগ বলেন, একজন বিচারক বা সরকারি কৌঁসুলিও তদন্ত থেকে বাদ যায়নি। তুরস্কের এই মন্ত্রী আরো বলেন, তার সরকার সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। সূত্র : ওয়েবসাইট
No comments