ফুটবলের শেষ রোমাঞ্চকর রজনী
লীগ মৌসুম শেষ। ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল দিয়ে পর্দা নামবে ইউরোপের ক্লাব মৌসুমের। তার আগে ফুটবলের শেষ ব্যস্ত রজনী আজ। রাতটা কাপ রোমাঞ্চের। একই রাতে ইউরোপের চার প্রান্তে চার-চারটি কাপ ফাইনাল! তবে সবার দৃষ্টি থাকবে ওয়েম্বলি ও ভিসেন্তে ক্যালডেরনে। ইংল্যান্ডের ফুটবল-তীর্থ ওয়েম্বলিতে ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট এফএ কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি। ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিদায়ী হোম ভেন্যু ভিসেন্তে ক্যালডেরনে কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ আলাভেস। ফুটবল রোমান্টিকদের তৃষিতনয়ন জুড়ানোর আরও দুটি উপলক্ষ রয়েছে। বার্লিনে জার্মান কাপের ফাইনালে দেখা হবে বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্র্যাংকফুটের। এছাড়া ফরাসি কাপের ফাইনালে অ্যাগার্সের মুখোমুখি হবে পিএসজি। ইউরোপজুড়ে আজ শুধু রোমাঞ্চের রেণু উড়বে না, করুণ সুরে বাজবে বিদায়ের বিউগলও। প্রতিটি ফাইনালেই থাকছে বিদায় পর্ব। কোপা দেল রে’র ফাইনাল দিয়ে বার্সেলোনা অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন কোচ লুইস এনরিকে। প্রত্যাশার চাপে ন্যুক্যাম্পে তিন মৌসুম কাটিয়েই হাঁপিয়ে উঠেছেন তিনি। প্রথম মৌসুমে বার্সাকে ‘ট্রেবল’ জিতিয়েছিলেন, পরের মৌসুমে ঘরোয়া ‘ডাবল’।
এ মৌসুমে এখনও শিরোপাহীন এনরিকের দল। কঠিন মৌসুমটা হাসিমুখে শেষ করতে এবং এনরিকের বিদায়টা স্মরণীয় করে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই বার্সেলোনার সামনে। লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগের ব্যর্থতা ভুলতে কম ওজনের কাপ ট্রফিটাই এখন পরম আরাধ্য কাতালানদের কাছে। অধিনায়ক ইনিয়েস্তার ভাষায়, ‘সব ট্রফির মধ্যে এটাকেই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করা হয়। কিন্তু আমাদের জন্য এটা আরেকটি সুযোগ। কোপা দেল রে জিতলে মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারব।’ সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে খেলা হচ্ছে না লুইস সুয়ারেজ ও সের্গি রবার্তোর। তাতে সমস্যা হওয়ার কথা নয় বার্সার। ক্লাব ও দেশের হয়ে নিজের ৭০০তম প্রতিযোগিতামূলক ম্যাচটি নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখতে চাইবেন মেসি। আগের দুই আসরের ফাইনালে গোল করা নেইমারও আছেন দারুণ ফর্মে। প্রতিযোগিতার সফলতম দলটির প্রতিপক্ষ আলাভেস এই প্রথম কোপা দেল রে’র ফাইনালে খেলছে। তাদের চোখেও শিরোপা-স্বপ্ন। গত সেপ্টেম্বরে ন্যুক্যাম্পে বার্সার বিপক্ষে ২-১ গোলের অভাবনীয় জয়ই আজ বড় প্রেরণা আলাভেসের।তবে গত ফেব্রুয়ারিতে দু’দলের সর্বশেষ সাক্ষাতে মেসিদের কাছে ৬-০ গোলে চূর্ণ হওয়ার দুঃস্মৃতিও তাড়া করতে পারে আলাভেসকে! আর্সেন ওয়েঙ্গারের জন্য এ মৌসুমটাই দুঃস্বপ্নের মতো। গত ২০ বছরে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লীগের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগে পঞ্চম হওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা কোচ ওয়েঙ্গারের পদত্যাগের দাবিতে ইংল্যান্ড গরম করে তুলেছে। ওয়েঙ্গার অবশ্য নির্বিকার। এফএ কাপের ফাইনালের ওপর নির্ভর করছে তার ভাগ্য। হারলে আর্সেনালের ডাগআউটে এটাই হতে পারে ওয়েঙ্গারের বিদায়ী ম্যাচ! আর জিতলে টিকে যেতে পারেন। প্রথম কোচ হিসেবে রেকর্ড সাতবার এফএ কাপ জিতে ইতিহাস গড়ার হাতছানি ওয়েঙ্গারের সামনে। অন্যদিকে চেলসি কোচ আন্তনিও কন্তের সামনে অভিষেক মৌসুমেই ডাবল জয়ের সুযোগ। ইংলিশ প্রিমিয়ার লীগ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ব্ল–জরা। চেলসির জার্সিতে এটাই জন টেরির শেষ ম্যাচ। বিদায়ী উপহার হিসেবে অধিনায়কের হাতে আজ এফএ কাপের ঝকঝকে ট্রফিটা তুলে দিতে চায় কন্তের দল। এএফপি/ওয়েবসাইট।
No comments