চ্যাম্পিয়নস ট্রফিতে আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন মোস্তাফিজ
আনুষ্ঠানিকভাবে আজ শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এ ম্যাচের আগে অবশ্য দারুণ ফুরফুরে মেজাজে আছে মাশরাফি বাহিনী। কারণ মাত্র তিনদিন আগেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেস্তে গিয়েছিল। বল হাতে নেয়ার সুযোগ পাননি। কিন্তু তারপরও মাত্র তিন ম্যাচ বল করেই ৭ উইকেট নিয়ে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ, আর সবমিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন কাটার মাস্টার।
তবে মাশরাফির আশা, সামনে অর্থাৎ আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আরো রুদ্রমূর্তি ধারণ করবেন মোস্তাফিজ, ‘এক বোলারের ওপর আমরা নির্ভর করছি না, তবে গত কয়েক বছর ধরে মোস্তাফিজ সত্যিই ভালো করছে। অস্ত্রোপচারের পর দারুণভাবে ফিরে এসেছে। সামনে সে আরো বড় কিছু করে দেখাবে।’ র্যাঙ্কিংয়ের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঝরে পড়েছে নড়াইল এক্সপ্রেসের কণ্ঠে। ‘র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠা আমাদের জন্য আনন্দের। দল এতে খুশি। তবে আমরা এখান থেকে আরো এগোতে চাই। যত দূর পারি, আরো ওপরে উঠতে চাই।’ ‘এই টুর্নামেন্ট আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। কঠিন গ্রুপে পড়েছি। তবে নিজের দিনে যেকোনো কিছুই হতে পারে। আমাদের সেই মানের খেলোয়াড় আছে, যারা ম্যাচের ছবি বদলে দিতে পারে। আমাদের একটা দল হয়ে খেলতে হবে, যা আমরা করে আসছি।’
No comments