খুলনা টাইটান্সের কোচ জয়াবর্ধনে
সদ্যসমাপ্ত আইপিএলের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন তিনি। তার অধীনে রোহিত শর্মারা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন আইপিএলে। মাহেলা জয়াবর্ধনে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। আগামী দুই মৌসুমের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। মাহেলা জয়াবর্ধনে গতবার বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন। শ্রীলংকার সাবেক অধিনায়ককে এবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টি ২০ টুর্নামেন্টে কোচের ভূমিকায় দেখা যাবে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে টি ২০ লীগগুলোতে খেলেছেন এই সাবেক শ্রীলংকান তারকা ব্যাটসমান। খুলনা টাইটান্সের কোচ হিসেবে জয়াবর্ধনে স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হবেন। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ হয়েছেন ল।
আগামী ৪ নভেম্বর ২০১৭-১৮ মৌসুমের বিপিএল শুরু হওয়ার কথা। এদিকে বিপিএলে নিজের নতুন দায়িত্ব সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘গত বছর বিপিএলে খেলেছি। উপভোগ করেছি। সেই অভিজ্ঞতা আগামী মৌসুমে কোচ হিসেবে সফল হতে সহায়তা করবে আমাকে। বাংলাদেশ তো বটে, এই অঞ্চলে বিপিএল একটি উত্তেজনাকর টুর্নামেন্ট। খুলনার কোচ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বিপিএলে আগামী দুই মৌসুমের জন্য মাহেলা জয়াবর্ধনেকে টাইটান্সের প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত। মাঠে তিনি বরাবরই বড় মাপের একজন নেতা ছিলেন। শ্রীলংকার হয়ে বড় আসরগুলোর শিরোপা জিতেছেন। সম্প্রতি মুম্বাইয়ের কোচ হিসেবে তাকে আমরা আইপিএলের ট্রফি জিততে দেখেছি। টাইটান্সে আমরা সবাই তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’ অলরাউন্ডার মাহমুদউল্লাহর নেতৃত্বে খুলনা টাইটান্স গত বছর বিপিএলে প্রথমবার খেলতে নেমে তৃতীয় হয়েছিল।
No comments