কলার খোসা দিয়ে তৈরি হচ্ছে জিন্স
কলার খোসা দিয়ে তৈরি হচ্ছে জিন্সের কাপড়। এটি যেমন গরমে আরামদায়ক, তেমনি পরিবেশের পক্ষেও ভালো। গ্রামটির নাম আনাকাপুথুর। ভারতের চেন্নাইয়ের এই গ্রামের তাঁতিরা এখন জিন্স তৈরি করছেন কলার খোসা দিয়ে। সুতি আর কলার খোসা দিয়ে তৈরি এই জিন্স গরমে বেশি ঘাম টেনে শুষে নিচ্ছে। এ জিন্সের বোতামও তৈরি হচ্ছে ভিন্ন জিনিস দিয়ে। প্লাস্টিক বা ধাতব বোতাম নয়, তা তৈরি হয়েছে নারকোলের মালা দিয়ে। এর কারণ, তাঁতিরা চাইছেন, সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব জিন্স বানাতে; যেন যেকোনো উষ্ণ স্থানেও এ কাপড় পরা যায় স্বাচ্ছন্দেই।
No comments