ভারতে বৃষ্টি ও বজ্রপাতে ২৩ জনের মৃত্যু
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রপাতে কমপক্ষে ২৩ জন মারা গেছেন। সোমবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। আটটি জেলায় বজ্রপাতে ১৮ জন প্রাণ হারিয়েছে। অন্যরা রাজ্যের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ের কারণে দেয়াল ধসে মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘বজ্রপাতে প্রাণ হারানো ১৮ জনের মধ্যে ইস্ট চাম্পারান জেলায় পাঁচজন, জামুই জেলায় চারজন, ওয়েস্ট চাম্পারান জেলায় একজন, মুঙ্গের,
ভাগলপুর ও মাধেপুরা জেলায় দুজন করে এবং বৈশালি ও সামাস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।’ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বলেন, বিহারের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ে দেয়াল ধসে আরো পাঁচজন প্রাণ হারিয়েছেন। রাজ্য সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
No comments