চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ : সুজন
শুরু হতে যাচ্ছে ক্রিকেট অন্যতম বড় আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। ইংল্যান্ড ছাড়াও ওই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই তিন শক্তিশালী দলকে টপকে সেমি-ফাইনালে কোয়ালিফাই করা সহজ হবে না বাংলাদেশের জন্য, তবে গ্রুপ পর্ব উতরে সেমি-ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী খালেদ মাহমুদ সুজন। রোববার মিডিয়াদের সাথে কথা বলার সময় এমনটা জানান তিনি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান বলেন, 'আমার মতে, আমাদের সেমি-ফাইনাল খেলা উচিত।
অন্যদের মতো, আমিও বলবো কঠিন গ্রুপেই পড়েছি আমরা। তবে আমি মনে করি এটা আমাদের সেরা সুযোগ।' 'তবে এটা ঠিক ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাদের গ্রুপেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে অন্যদিকে, এদের তুলনায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ড সম্মিলিত গ্রুপ একটু বেশিই কঠিন।' 'আসলে, বর্তমানে আমরা বড় দলের কাতারেই। আমরা র্যাঙ্কিংয়ের ৭ থেকে ৬ নম্বরে উঠে এসেছি। তাই আমাদেরও সেরা দলগুলোর বিপক্ষে খেলতে হবে। আমার মতে, এখানে কোন ধরণের অব্যাহতি দেয়া চলবে না। আমাদের চ্যাম্পিয়ন দলের সাথেই খেলতে হবে। যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব।'
No comments