সাফাতদের বিরুদ্ধে প্রতিবেদন ১৯ জুন
বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাফাত আহমেদসহ ৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ১৯ জুন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ দিন নির্ধারণ করেন। আজ এই মামলার প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা প্রতিবেদন দাখিল করেননি। তিনি প্রতিবেদন দাখিলে আদালতের কাছে সময় আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আগামী ১৯ জুন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। গত ২৮ মার্চ রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী।
আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই দুই তরুণীকে হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেয়। এরপর তাদের হোটেল কক্ষে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার এক তরুণী গত ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন- পিকাসো রেস্তোরাঁর মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম), গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ (রহমত)। মামলায় অভিযুক্ত পাঁচ আসামিকেই গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ ও বিল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে গ্রেফতার সব আসামিই কারাগারে আটক রয়েছে।
No comments