শুটিং দক্ষতা কাজে লাগিয়ে অপহরণকারীদের ঘায়েল করলেন এ শুটার
শুটিং রেঞ্জের মতোই দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইয়েও অসাধারণ দক্ষতা দেখালেন ভারতের জাতীয় স্তরের শুটার আয়িশা ফলক। তিনি অপহরণকারীদের গুলিতে আহত করে তার স্বামীকে রক্ষা করলেন। আয়িশার সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ পুলিশকর্মীরা। আয়িশার বোনের স্বামী আসিফ মাঝেমধ্যে ট্যাক্সি চালান। সেই ট্যাক্সি চালাতে গিয়েই তিনি অপহৃত হন। যাত্রী সেজে দিল্লির দরিয়াগঞ্জ থেকে আসিফের ট্যাক্সিতে ওঠে রফি ও আকাশ নামে দুই দুষ্কৃতী। এরপর তারা আসিফকে ভজনপুরার দিকে ট্যাক্সি নিয়ে যেতে বলে। আসিফের বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসেবে ২৫ হাজার টাকা দাবি করে। আয়িশা ও তার স্বামী পুলিশে খবর দেন। অপহরণকারীদের কথা অনুযায়ী তারা পুলিশকে নিয়ে শাস্ত্রী পার্কে যান। পুলিশকর্মীদের উপস্থিতির কথা বুঝতে পেরে অপহরণকারীরা সেখান থেকে চলে যায়। এরপর তারা আয়িশাদের ভজনপুরায় যেতে বলে। সেখানেও আয়িশাদের সঙ্গে পুলিশকর্মীরা ছিলেন। তারা যখন অপহরণকারীদের ধরতে যান, তখন তারা পালানোর চেষ্টা করে। ২০১৫ সালে নর্থ জোন শুটিংয়ে ব্রোঞ্জ জেতা আয়িশা .৩২ বোরের পিস্তল নিয়ে গিয়েছিলেন। সেই পিস্তল থেকেই তিনি অপহরণকারীদের লক্ষ্য করে গুলি চালান। একজনের পায়ে এবং অপরজনের কোমরে গুলি লাগে। এরপর তাদের ধরে ফেলে পুলিশ।
No comments