বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিসেফের কনসালটেন্ট নিহত
বগুড়া শহরতলির শাকপালা দীঘিরপাড়া এলাকায় মহাসড়কে রোববার বিকালে ট্রাকের ধাক্কায় সিএনজি অটো রিকশায় থাকা ইউনিসেফের রাজশাহী বিভাগীয় কনসালটেন্ট আবুল হায়াত মাহমুদ হোসেন রনি (৩৬) মারা গেছেন। এ সময় সিএনজি চালকসহ দু’জন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ার কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিস জানান, ঢাকার শ্যামলী এলাকার আবুল বাশারের ছেলে ও ইউনিসেফের রাজশাহী বিভাগীয় কনসালটেন্ট আবুল হায়াত মাহমুদ হোসেন রনি রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ছিলিমপুর এলাকা থেকে সিএনজি অটোরিকশায় রানীরহাটের দিকে যাচ্ছিলেন। শাকপালা দীঘিরপাড়া এলাকায় পৌঁছলে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কনসালটেন্ট রনি মারা যান। আহত হন সিএনজি চালক ও আরেক যাত্রী। আহত দু’জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ জানান, নিহত ইউনিসেফের কনসালটেন্ট'রমরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
No comments