অস্ট্রিয়া গেলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দু'দিনের সফরে ঢাকা ছেড়েছেন। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসস'র। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধান ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও জাতিসংঘের ভিয়েনা অফিসের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হবে হোটেল ইম্পেরিয়ালে, যেখানে সফরকালে তিনি অবস্থান করবেন। দিনের শেষভাগে প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আগামীকাল মঙ্গলবার 'আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মে সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
No comments