গভীর সমুদ্রে শতশত ট্রলার, আতঙ্কে স্বজনরা
বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’। এ কারণে গভীর সমুদ্রে চট্টগ্রাম ও কক্সবাজার নৌবন্দরে ৭ নম্বর ও মংলা এবং পায়রা বন্দনে ৫ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় পাথরঘাটা উপকুলীয় এলাকায় আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। এদিকে গভীর সমুদ্রে শতশত মাছধরা ট্রলার থাকায় স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ আবহাওয়া প্রতিকূলে যাওয়া এবং গভীর সমুদ্রে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’য় রূপ নেয়ায় সাগরে থাকা জেলে ও ট্রলার নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে উপকূলীয় ট্রলার মালিক। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, হঠাৎ আবহাওয়া খারাপ এবং গভীর সমুদ্র উত্তাল হওয়ায় সাগরে থাকা জেলেদের আগাম কোনো খবর দিতে না পারায় ট্রলারগুলো নিরাপদে আসতে পারেনি।
এ কারণে সাগরে থাকা অন্তত ৪ শতাধিক ট্রলার ও জেলেদের নিয়ে শঙ্কিত আছি আমরা। তিনি আরও বলেন, সুন্দরবন, বলেশ্বর ও বিষখালী নদীর কাছাকাছি ট্রলারগুলোতে আবহাওয়ার খবর পাঠাতে সক্ষম হলেও গভীর সমুদ্রের ট্রলারগুলোকে খবর পাঠাতে পারিনি। অরপদিকে ঘূর্ণিঝড় পূর্বপ্রস্তুতি সভা আহ্বান করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে ৪টায় পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাথরঘাটা উপজেলার সিপিপির টিম লিডার অলিউল ইসলাম বাবুল বলেন, প্রান্তিক জনপদে মাইকিং করা হচ্ছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: কামরুল হুদা বলেন, বিকেল ৪টায় জরুরি সভা ডাকা হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আমরা সতর্ক আছি।
No comments