দেশে ফিরলেন ‘গাঞ্জা রানী’
ইন্দোনেশিয়ায় দীর্ঘ নয় বছরের কারাবাস এবং তিন বছরের প্যারোলে মুক্তি শেষে ব্রিসবেনে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার মাদক পাচারকারী চ্যাপেলে করবি। সাবেক এই বিউটি থেরাপিস্ট ২০০৪ সালে বালি এয়ারপোর্টে গ্রেফতার হন মাদক বহনের দায়ে। সে সময় তার কাছে চার কেজির বেশি মারিজুয়ানা লুকানো অবস্থায় পাওয়া যায়। পরের বছর তার বিচারের রায় দেয়া হয়। তার মামলাটিকে ঘিরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। তার শাস্তিকে ‘অতিরিক্ত কঠোর’ মন্তব্য করে অস্ট্রেলিয়া। ১৩ বছর আগে তিনি যখন গ্রেফতার হন তখন সেটি তার দেশে জাতীয় ইস্যুতে পরিণত হয়। প্যারোলে মুক্তির পর গত তিন বছর তিনি ইন্দোনেশীয় ছেলেবন্ধুর সঙ্গে বসবাস করছিলেন। করবির প্রস্থানের সময় সহায়তার জন্য শত শত পুলিশ নিয়োজিত করা হয়। বিবিসি।
No comments