খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১ জুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। এ দিন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা উচ্চ আদালতের আদেশে বিচারক পরিবর্তন হয়েছে বলে আদালতকে জানান তার। তবে আদেশের কপি এখনও আদালতে পৌঁছায়নি এজন্য আইনজীবীরা সময় আবেদন করলে তা মঞ্জুর করেন বলে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান। বুধবার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত থেকে বিশেষ জজ-৫ ড. মো: আখতারুজ্জামানের আদালতে বদলি করা হয়। ইতিপূর্বে এ মামলাটি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা আদালতে ছিল। খালেদা জিয়ার আদালত পরিবর্তনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ আদালত পরিবর্তনের এ আদেশ দেন।
No comments