পশ্চিমবঙ্গে ছয় হাজার পদে আবেদন ২৫ লাখ
আগামী ২০ মে শনিবার রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর (গ্রুপ-ডি) কর্মী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দফার পরীক্ষায় ৬ হাজার পদের জন্য আবেদন জমা পড়েছে ২৫ লাখ। সব দফতর মিলিয়ে রাজ্যে প্রায় ২৫ হাজার গ্রুপ-ডি’র পদ খালি রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। নবান্নে গ্রুপ-ডি’র পরীক্ষা নিয়ে সোমবার রাজ্যের পরিবহন,
রেল দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন গ্রুপ-ডি বোর্ডের কর্মকর্তারা। এছাড়া নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও কথা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। বৈঠক শেষে বিস্ময় প্রকাশ করে এক কর্মকর্তা বলেন, ‘প্রায় ২৫ লাখ পরীক্ষার্থীর সঙ্গে গড়ে একজন অভিভাবক ধরলে সংখ্যাটা দাঁড়াবে ৫০ লাখ। গঙ্গাসাগরে ৫ লাখ তীর্থযাত্রীকে সামলাতে হিমসিম খায় প্রশাসন। সেখানে শনিবার সারা রাজ্যে রাস্তায় থাকবেন ৫০ লাখ মানুষ! যাদের একটা বড় অংশই শহরমুখী।’ সে দিন তাই সকাল থেকেই সড়ক ও জলপথ পরিবহনকে বাড়তি পরিষেবা দিতে বলা হয়েছে।
No comments