সুনামগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের জাওয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষেরে সংঘর্ষে আবু সাইদ নামে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ জাওয়া বাজারের হাদিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান যুগান্তরকে জানান, জাওয়া বাজারে পিংকি রেস্টুরেন্টের পাশে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে কায়স্থপাড়ার আব্দুল ওয়াহিদ ও হাদিদপুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে অন্তত ২১ জন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক আবু সাইদকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান পুলিশ সুপার।
No comments