ম্যাক্রঁর মন্ত্রিসভার অর্ধেক নারী
লিঙ্গ বৈষম্যতা দূর করলেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। বুধবার ২২ জনের মন্ত্রিসভা ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে ১১ জন মন্ত্রীই নারী। প্রতিরক্ষা, অর্থনীতি, স্বরাষ্ট্র, আইন এবং ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে রযেছেন নারীরা। অলিম্পিকে ফেন্সিং বিভাগে ফরাসি চ্যাম্পিয়ন লরা ফ্লেসেল ক্রীড়ামন্ত্রী হয়েছেন। এই ১১ জনের মধ্যে রয়েছেন ডানপন্থী এবং বামপন্থী, দুই দলেরই প্রতিনিধিরা। গত সোমবার ডানপন্থী নেতা এদুয়ার্দো ফিলিপকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন ম্যাক্রঁ। তারপর রাজনীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে বিবৃতি পেশ করেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে ১৭০ জন ডানপন্থী সংসদ সদস্য বিবৃতিতে স্বাক্ষর করেন। তাদের বিরোধিতা করে ৫৭০ জন নির্বাচিত প্রতিনিধি পাল্টা বিবৃতিতে স্বাক্ষর করেন। ডানপন্থীদের অভিযোগ, ম্যাক্রঁর এই নীতি আসলে রাজনীতির পরিপন্থী। এভাবে সংস্কারের বদলে রাজনীতির অবস্থা আরো খারাপ করছেন নতুন প্রেসিডেন্ট। শুধু ডানপন্থীরাই নয়, বামপন্থীদের একাংশও ম্যাক্রঁর এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। কূটনৈতিক মহলের মতে, আগামী মাসে হতে চলা পার্লামেন্ট নির্বাচনে নিজের এবং তার নতুন দলের আস্থা অর্জন করতেই এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ ম্যাক্রঁর।
No comments