চিকনগুনিয়া জ্বরে মৃত্যুঝুঁকি নেই
চিকনগুনিয়া জ্বরে মৃত্যুঝুঁকি নেই। কোনো ব্যক্তি একবার চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত হলে পরবর্তীতে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। তাই এ রোগে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সূত্রে জানা গেছে, রাজধানীতে বর্তমানে অনেক মানুষ চিকনগুনিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন এ ধরনের রোগী পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে এ বছর এ জ্বরের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। পানি বাড়ার সঙ্গে এডিস মশা বংশ বিস্তার করতে থাকে।
তাই এ রোগের ঝুঁকিও বাড়ছে। এই মশা সাধারণত দিনে কামড়ায়। তাই দিনের বেলা সতর্কভাবে ঘুমাতে হবে। ঘরের আশপাশে কোথাও যেন জমাট বাঁধা পানি না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, চিকনগুনিয়া এক ধরনের জ্বর। এটি অনেকটা ডেঙ্গুজ্বরের মতো। ডেঙ্গুর বাহক এডিস মশা এ রোগ ছড়ায়। রোগীর ১০৪ থেকে ১০৫ ডিগ্রি জ্বর হয়।
No comments