বাজরাঙ্গি ভাইজানর চরিত্র বাস্তবে
বলিউডপাড়ায় এখন আলোচনার শীর্ষে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’। বক্স অফিসে নিত্যনতুন রেকর্ডের জন্ম দেয়া সিনেমাটি ঘটাতে চলেছে আরেক চমকপ্রদ কাহিনী। সিনেমার কাহিনীর মতো বাস্তবেও আরেক হারানো কন্যা ঘরে ফিরতে যাচ্ছেন। সিনেমায় মুন্নি নামে এক বোবা মেয়েকে পাকিস্তানে তার নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেন সালমান খান। বাস্তবেও করাচিতে সন্ধান পাওয়া গেছে এক ‘মুন্নি’র।
গীতা নামের এ ভারতীয় নারী ১৩ বছর ধরে পাকিস্তানে রয়েছে। ২৩ বছরের গীতা শুধু বোবা নন, কানেও শুনতে পান না। অনেক সন্ধান করেও ভারতে তার পরিবারের খোঁজ এখনও মেলেনি। সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ ইধি ফাউন্ডেশনের এক সদস্য ফয়সাল ইধি জানান, ১৩ বছর আগে পাঞ্জাব রেঞ্জার্স গীতাকে তাদের কাছে নিয়ে আসে। বহু বছর ধরে মেয়েটির বাড়ির লোকের খোঁজ করা হচ্ছে। কিন্তু তার বাড়ি কোথায় বা তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই পরিবারের কাছে ফিরে যেতে পারছেন না গীতা। উল্লেখ্য, সেখানেই তার ‘গীতা’ নামটি রাখা হয়। একমাত্র ইধি’র সদস্যদের সঙ্গেই আকারে ইঙ্গিতে কথা বলতে পারেন গীতা। ১৩ বছর আগে কোনোভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল বাচ্চা মেয়েটি। সেখানেই তাকে খুঁজে পায় পাক রেঞ্জার্স বাহিনী। তারা তাকে ওই ফাউন্ডেশনের হাতে তুলে দেয়।
No comments