কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ শিবির সভাপতি নিহত: ৪৮ ঘণ্টার হরতাল
কুমিল্লায়
পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি
শাহাবুদ্দিন পাটোয়ারী (২৮) নিহত হয়েছেন। কুমিল্লার পুলিশ সুপার টুটুল
চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শাহাবুদ্দিনের বাড়ি চৌদ্দগ্রাম
পৌরসভা এলাকার চান্দিশকরা গ্রামে।
টুটুল চক্রবর্তী জানান, পুলিশের ওপর হামলার পর পুলিশের গুলিতে শিবির নেতা নিহত হন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ওয়ার্ডবয় মোঃ শাহজাহান জানান, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল নিয়ে আসেন। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সাহাবউদ্দিন পাটোয়ারীর মা ছাকিনা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় তাকে চৌদ্দগ্রাম পৌরএলাকার চান্দিশকরা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে একদল সাদা পোশাকের পুলিশ।
শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী নিহত হওয়ার প্রতিবাদে চট্রগ্রাম বিভাগে আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। কুমিল্লা মহানগরী শিবির সভাপতি শাহ আলম হরতাল কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
টুটুল চক্রবর্তী জানান, পুলিশের ওপর হামলার পর পুলিশের গুলিতে শিবির নেতা নিহত হন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ওয়ার্ডবয় মোঃ শাহজাহান জানান, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল নিয়ে আসেন। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সাহাবউদ্দিন পাটোয়ারীর মা ছাকিনা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় তাকে চৌদ্দগ্রাম পৌরএলাকার চান্দিশকরা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে একদল সাদা পোশাকের পুলিশ।
শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী নিহত হওয়ার প্রতিবাদে চট্রগ্রাম বিভাগে আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। কুমিল্লা মহানগরী শিবির সভাপতি শাহ আলম হরতাল কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments