১৯ ফিলিস্তিনিকে আটক করলো ইসরাইল
ইসরাইলি
নিরাপত্তা বাহিনীর সদস্যরা পশ্চিম তীর থেকে ১৯ ফিলিস্তিনিকে গ্রেপ্তার
করেছে। ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাস ও অন্যান্যা
অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটক ১৯ জনের
মধ্যে ৫ জন ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাসের কর্মী। এ খবর দিয়েছে বার্তা
সংস্থা আইএএনএস। নাবলুস ও রামাল্লাহ শহরের কাছে অবস্থিত কয়েকটি গ্রাম থেকে
গত রোববার সকালে হামাসের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ৩ জনকে গ্রেপ্তার করা
হয় হেবরন ও তুলকারম অঞ্চল থেকে। রামাল্লাহ, বেথেলহেম ও জেনিন শহরের কাছে
অবস্থিত কয়েকটি শরণার্থী শিবির ও গ্রাম থেকে বাকিদের আটক করা হয় বলে জানান
ওই সেনা মুখপাত্র। হামাসের ওই ৫ সদস্যকে গ্রেপ্তারের কারণ উল্লেখ করে তিনি
বলেন, তারা ইসরাইলি যানবাহন লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছোঁড়ার
অপরাধসহ অন্যান্য সহিংস কর্মকা- ঘটিয়েছে। বেসামরিক মানুষ ও ইসরাইলি
নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ‘অবৈধ কার্যকলাপে’ জড়িত থাকার সন্দেহে
বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য
নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
No comments