‘গৃহপালিত বিরোধী দল দিয়ে সংসদ চলছে’
বিএনপির
যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান অবৈধ সরকার গৃহপালিত
বিরোধী দল দিয়ে জাতীয় সংসদ চালাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে
নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা
হবে। এই জালেম সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। তাই এই অনির্বাচিত
সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার পতনের একদফা আন্দোলন খুব
শিগগিরই শুরু হবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুর বালুর
মাঠে আগামী ১৩ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জনসভাস্থল পরিদর্শনকালে আমান
উল্লাহ আমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, “গত ৫
জানুয়ারির প্রহসনমূলক নির্বাচনে কোনো ভোটারের উপস্থিতি ছিল না। তাই
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এখন জনগনের
প্রধান দাবিতে পরিণত হয়েছে।” পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী
মনিরুজ্জামান মনির, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ,
হাজী সেলিম হকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
No comments