চাঁদে মানুষ পাঠাতে রকেট বানাচ্ছে চীন
চাঁদে প্রথমবারের মতো মানুষ পাঠাতে একটি
নতুন রকেট বানাচ্ছে চীন। এটা মহাকাশ নিয়ে চীনের অব্যাহত উচ্চাকাক্সক্ষারই
প্রমাণ বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলির এক খবরে
সোমবার বলা হয়, চীন লং মার্চ-৯ নামে একটি নতুন রকেট বানাচ্ছে। এটা ২০২৮ সাল
নাগাদ উৎক্ষেপণ করা হতে পারে। তবে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা
হয়েছে, রকেট তৈরির কাজ এখনও গবেষণা পর্যায়ে রয়েছে। লং মার্চ-৯ মোট ১৩০
মেট্রিক টন সামগ্রী বহন করতে পারবে বলে খবরে উল্লেখ করা হয়। চায়না একাডেমি
অব লঞ্চ ভেইকল টেকনোলজির মহাকাশ সামগ্রীর প্রধান লি টংউ বলেন, বর্তমানে
আমাদের লং মার্চ-৫সহ বেশ কয়েকটি মহাকাশযান রয়েছে। লং মার্চ-৫ শিগগিরই
উৎক্ষেপণ করা হবে। এসব যান দিয়ে আগামী ১০ বছর পরিকল্পনা অনুযায়ী মহাকাশে
কর্মকাণ্ড চালানো যাবে। কিন্তু দেশের দীর্ঘমেয়াদি মহাকাশ কর্মসূচিতে এসব
সক্ষমতা যথেষ্ট নয়।কারিগরি দক্ষতা জোরদার ও দেশের ভাগ্য পরিবর্তনে
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাফল্য তুলে ধরতে বেইজিং মহাকাশ কর্মসূচিতে
বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।
No comments