মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা হচ্ছে
আগামী জুলাই মাস থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। ময়মনসিংহের ভালুকা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আয়োজিত সমাবেশে সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দেন মন্ত্রী। মোজাম্মেল হক বলেন, “পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের জন্য আমরা মুক্তিযুদ্ধে যাইনি। এ দেশ স্বাধীন করা হয়েছিল দেশের মাটি ও মানুষের মুক্তির জন্য। কিন্তু মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমাদের জাতীর জনককে স্বপরিবারে হত্যা ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলে হত্যা করে এ স্বাধীন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল একটি বিশেষ চক্র।” তিনি বলেন, “একই মডেলে মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে, যাতে একশত বছর পরও মানুষ দেখে চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। আবাসনের জন্য মুক্তিযোদ্ধা পল্লী করে প্রত্যক ইউনিয়নে বহুতল বিশিষ্ট ভবন করে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের দেয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না সে সব প্রতিষ্ঠান তালা লাগিয়ে দেয়া হবে।” উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশ এছাড়াও বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. এম আমান উল্যাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহিত উল আলম, জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা.এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনোয়ার হোসন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেএম আবুল হোসেন খান মিলন, নাজমুল আহসান ও সাদিকুর রহমান তালুকদার প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে ভালুকায় মুক্তিযোদ্ধা জনতার বর্ণাঢ্য বিজয় র্যা লি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ থেকে মুক্তিযোদ্ধা জনতার এক বর্ণাঢ্য বিজয় র্যা লি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর অধিনায়ক মেজর আফসার উদ্দিন আহম্মেদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা এম এ মতিনের কবর জিয়ারত করা হয়।
No comments