মৌলভীবাজারের ব্যবসায়ী আনোয়ারকে নরসিংদীতে উদ্ধার
মৌলভীবাজার
থেকে নিখোঁজ ট্র্যাভেলস্ ব্যবসায়ী এরো-ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মাহবুব
এফ আনোয়ার (৪৮)-কে নরসিংদী জেলার বেলানগর এলাকায় একটি পোলট্রি ফিডের
দোকানের পাশে পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে তিনি
নিখোঁজ ছিলেন। আনোয়ারের পরিবারের সূত্র জানিয়েছে, গতকাল বিকাল পৌনে ৪টার
দিকে ওই এলাকার এক যুবক জনৈক দীপু তাকে অচেতন অবস্থায় সড়কের নিকট পায় এবং
অন্য স্থানীয় লোকজনের সহায়তায় তার দোকানে নিয়ে যাওয়ার পর তিনি জ্ঞান ফিরে
পান এবং স্ত্রী লিপির নম্বরে ফোন করেন। পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার
পুলিশকে এ ব্যাপারে জানানো হয়। মৌলভীবাজার পুলিশ নরসিংদী সদর থানাকে জানালে
তাকে উদ্ধার করে থানায় নেয়া হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আব্দুছ ছালেক ও নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম
আবুল কাশেম গতকাল বিকাল সোয়া পাঁচটায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে
ব্যবসায়ী আনোয়ারের ছোট ভাই এনামুল মাহবুব ফয়সল জানিয়েছেন খবর পাওয়ায় তিনি
নিজে ও তার এক বন্ধু নোমান ফোনে কথা বলেছেন তার সঙ্গে। তাকে নিয়ে আসতে
মৌলভীবাজার থেকে পুলিশসহ তিনি গেছেন নরসিংদী। তাদের এক আত্মীয় আনোয়ারের
কাছে পৌঁছেছেন। আনোয়ার নিখোঁজ হওয়ার পর তার ছোট ভাই মৌলভীবাজার মডেল থানায়
জিডি করেন। র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়।
প্রেস কনফারেন্স করে আনোয়ারের স্ত্রী লিপি তার স্বামীকে উদ্ধারের জন্য
সকলের সহযোগিতা চান। গতকাল মৌলভীবাজারে বিজনেস ফোরামের ব্যানারে মানববন্ধন
করা হয় এক ঘণ্টা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এবং ৪৮ ঘণ্টার আলটিমেটাম
দেয়া হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেয়া হয়। এদিকে
আনোয়ার উদ্ধার হওয়ার সংবাদ পাওয়ার পর তার ছোট ভাই ফয়সল পরিবারের পক্ষে
মিডিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে যে ভাবে চেষ্টা করেছেন সবার প্রতি
কৃতজ্ঞতা জানিয়েছেন।
No comments