শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলীতে ছাত্রলীগের বাধা
বাকৃবিতে
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতি ভাস্কর্য ‘মরণ সাগর’ এ বিএনপিপন্থী
শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলী দেওয়ার সময় বাধা দিয়েছে ছাত্রলীগ। পরে শিক্ষকরা ফুল
না দিয়ে সেখান থেকে চলে যান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি
শ্রদ্ধা নিবেদনের জন্য ‘মরণ সাগর’ এর পাদদেশে সকলে জড়ো হয়। এরপর শহীদদের
উদ্দেশ্যে দোয়া করা হয় এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপাচার্য
অধ্যাপক ড. মো. রফিকুল হক শ্রদ্ধাঞ্জালী দেওয়ার পর একে একে অন্যান্য সংগঠন
ফুল দিতে থাকে। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’
শ্রদ্ধাঞ্জলী দেওয়ার পর শ্রদ্ধাঞ্জলী দেওয়ার জন্য সোনালী দলের নাম ঘোষণা
করা হয়। কিন্তু বাকৃবি শাখা ছাত্রলীগ এই সিরিয়াল না মেনে সোনালী দলের
শিক্ষকদের ধাক্কা দিয়ে সরিয়ে তারা শ্রদ্ধাঞ্জলী দেয়। সোনালী দল এঘটনার
প্রতিবাদ করলে তাদের উদ্দেশ্যে বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দেয় ছাত্রলীগ।
এসময় প্রশাসন নীরব ভূমিকা পালন করে। পরে উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন
কমিটি তাদের ফুল দেওয়ার জন্য অনুরোধ করলে তারা ফুল না দিয়ে সেখান থেকে চলে
যায়। এ ব্যাপারে সোনালী দলের সমর্থক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধ্যাপক
ড. মো. শাহজাহান বলেন, প্রতি বছরই ছাত্রলীগ এই রকম সমস্যা করে। তাই এবছর
আমারা আগে থেকেই প্রশাসনকে বিষয়টি জানিয়ে রাখি। কিন্তু তবুও তারা কোন
ব্যবস্থা নেয়নি। আর প্রশাসন ও ছাত্রলীগ মুক্তিযুদ্ধ নিয়ে মাতামাতি করলেও
হিসেব করলে দেখা যাবে তাদের থেকে সোনালী দলে মুক্তিযোদ্ধা শিক্ষকদের
সংখ্যাও কম নয়। বিজয় দিবস উদযাপন কমিটির অহ্বায়ক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা
অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার বলেন, ছাত্রলীগকে নিষেধ করা হলেও তারা তা
শুনেনি।
No comments