ইসরাইলি সেনাদের হাতে ফিলিস্তিনি মন্ত্রীর মৃত্যু
পশ্চিম
তীরে বিক্ষোভের নেতৃত্বে থাকা অবস্থায় ইসরাইলি সেনারা গলা টিপে ধরলো
ফিলিস্তিনি মন্ত্রী যিয়াদ আবু এইনের। কিছুক্ষণ পর তিনি মারা গেছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা এ তথ্য দিয়েছেন বিবিসি’কে। বলা হচ্ছে,
তুরমুসায়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনারা টিয়ার
গ্যাসের শেল ছোড়ায় মৃত্যু হয়েছে তার। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন,
মন্ত্রীকে ইসরাইলী সেনারা আঘাত করেছে ও ধাক্কা দিয়েছে। একজন বলেছেন, তার
বুকে ইসরাইলি সেনাদের ছুড়ে দেয়া টিয়ার গ্যাসের ক্যানিস্টার আঘাত করেছে।
সমপ্রতি প্রায় ১০ ইসরাইলি ও এক ইকুয়েডোরিয়ান নিহত হয়েছে ফিলিস্তিনিদের
দ্বারা। অপরদিকে ইসরাইলিদের দ্বারা নিহত হয়েছে ১৩ ফিলিস্তিনি। নিহত
দফতরবিহীন ফিলিস্তিনি মন্ত্রী আবু এইন ছিলেন ইসরাইলি জমি আত্মসাতের
বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের ফিলিস্তিনি ও বিদেশী বিক্ষোভকারীদের একজন।
বিক্ষোভকারীরা শিলোহ-এর কাছে ইহুদী বসতির পাশেই জলপাই গাছ রোপন করার
পরিকল্পনা নিয়েছিল। তারা মনে করে, এটি ইসরাইলি আগ্রাসনের প্রতীক হিসেবে
চিহ্নিত হয়ে থাকবে। কিন্তু সে সময়েই ১৫ জনের মতো ইসরাইলি সেনা তাদের বাধা
দেয়। বিক্ষোভের নেতৃত্বে থাকা অন্যতম কর্মী মাহমুদ আলুল বার্তা সংস্থা
এপি’কে বলেন, তাদের প্রতি টিয়ার গ্যাস ছুড়েছে ইসরাইলি সেনারা। এমনকি
রাইফেলের বাঁট দিয়ে অনেককে পিটিয়েছে তারা। এক পর্যায়ে আবু এইনকে টিয়ার
গ্যাসের ক্যানিস্টার দিয়ে আঘাত করা হয়। রয়টার্সের এক ফটোগ্রাফার বলেন,
তর্কের এক পর্যায়ে আবু এইনের গলা চেপে ধরে ইসরাইলি দুই সেনা। বার্তা সংস্থা
এএফপি’র এক ফটোগ্রাফার বলেন, মন্ত্রীর বুকে আঘাত করা হয়েছে। একটি
অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়ার আগে তিনি অবচেতন অবস্থায় পড়ে
ছিলাম। নিকটবর্তী রামাল্লা শহরের হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ
করেন।
No comments