বাংলাদেশের সঙ্গে জলপথে যোগাযোগে আগ্রহী মমতা
পশ্চিমবঙ্গের শিল্পপতিদের নিয়ে শিল্প সম্ভাবনার খোঁজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চবিহারে সুন্দরবন গিয়েছিলেন। শিল্পপতিরা ছাড়াও সঙ্গী হিসেবে ছিলেন আমলা ও সাংস্কৃতিক জগতের অনুগত কয়েকজন। এই সফরে মমতা বাংলাদেশের সঙ্গে জলপথে পশ্চিমবঙ্গের যোগাযোগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সেইমতো তিনি সংশ্লিষ্ট আমলাদের নির্দেশও দিয়েছেন। অবশ্য বাংলাদেশের সঙ্গে ভারতের জলপথে যোগাযোগকে আরও প্রসারিত করতে দুই দেশের সরকারর মধ্যে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে। কলকাতা থেকে জলপথে আশুগঞ্জ বন্দর হয়ে ত্রিপুরায় চালও যাওয়াও শুরু হয়েছে। তেমনি কলকাতা থেকে জলপথে বিশাল বিশাল বার্জে করে বিদ্যুৎকেন্দ্রের ছাই বাংলাদেশে যাচ্ছে নিয়মিত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপথে যোগাযোগ আরও প্রসারিত করতে চান দুই দেশের মধ্যে বাণিজ্য ও অন্যান্য যোগাযোগ বৃদ্ধির স্বার্থে। দুই দিনের সুন্দরবনে লঞ্চবিহারে শিল্প বিনিয়োগ নিয়ে অনেক কথাই হয়েছে। শিল্পপতিরাও মুখ্যমন্ত্রীর উদ্যোগে সামিল হবার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বুধবারই মুখ্যমন্ত্রী সুন্দরবন সফর শেষে কলকাতায় ফিরে এসেছেন। তবে প্রবল কুয়াশা ও ভাটার টান থাকায় মুখ্যমন্ত্রীও অন্যান্যরা লঞ্চে ১১ ঘণ্টা আটকে চিলেন। তবে এতে কোন অসুবিধা হয় নি। বরং মুখ্যমন্ত্রীর আগ্রহে গান বাজনা চলেছে অনেকটা সময় ধরেই । মুখ্যমন্ত্রী নিজেও তাতে গলা মিলিয়েছেন।
No comments