দুই চেহারার বিড়ালের মৃত্যু
বিড়াল একটি। নাম দু’টি। ফ্র্যাংক ও লুই। এর কারণ বিড়ালটির জন্ম হয়েছিল ভিন্ন দু’টি চেহারা নিয়ে। দু’টি মুখ, দু’টি নাক ও ৩টি নীল চোখ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়া বিড়ালটি ১৫ বছর বয়সে মারা গেছে। গত বৃহস্পতিবার নর্থ গ্র্যাফটনের টাফটস ইউনিভার্সিটির কামিংজ স্কুল অব ভেটেরিনারি মেডিসিনে মারা যায় বিড়ালটি। এর মনিব মার্টি স্টিভেন্স বলছিলেন, পশু চিকিৎসকদের মতে ক্যানসারের কারণে ফ্র্যাংক ও লুইয়ের মৃত্যু হয়েছিল। জ্যানাস ক্যাটস জাতের বিড়ালের মধ্যে ফ্র্যাংক ও লুইকে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা বিড়াল হিসেবে রেকর্ডবুকে স্থান দেয় গিনেস। দুই মুখবিশিষ্ট এক রোমান দেবতার নামানুসারে বিড়ালের জাতটির এ নামকরণ করা হয়েছিল। বেশির ভাগ ক্ষেত্রেই জ্যানাস প্রজাতির বিড়ালগুলো জন্মের অল্প সময়ের মধ্যেই মারা যায়।
No comments