শপথ নিতেও লুকোচুরি
শপথ
নিতেও লুকোচুরি খেললেন সাবেক
রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল শনিবার
স্পিকারের কক্ষে এলেন সংসদ ভবনের পেছনের দরজা দিয়ে। শপথ নিয়েই একই পথে
সিএমএইচে চলে গেলেন সাংবাদিকদের চোখ ফাঁক দিয়ে। শপথের জন্য স্পিকারের কক্ষে
প্রবেশ করেই তিনি বলেন, 'রংপুরের মানুষ ভোট দিয়েছে। তাই আসতে হলো।'
এর আগে ৯ জানুয়ারি এরশাদপত্নী রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির অন্য এমপিরা
শপথ নেন। গতকাল দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন
এরশাদ। এর কিছুক্ষণ পর দলের কয়েকজন সংসদ সদস্য স্পিকারের কাছে জাতীয়
পার্টির সংসদীয় দলের প্রধান হিসেবে রওশনের নির্বাচিত হওয়ার সিদ্ধান্তের কথা
আনুষ্ঠানিকভাবে জানান। বিকেলে সংসদ সচিবালয় থেকে দশম সংসদের বিরোধীদলীয়
নেতা হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। ১৯৯০ সালের
গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর এই নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য
নির্বাচিত হলেন ৮৪ বছর বয়সী এরশাদ। ৫ জানুয়ারির ভোটে ১৩ জন এবং বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২০ জনকে নিয়ে দশম সংসদে দ্বিতীয় বৃহত্তম দল
হিসেবে আবির্ভূত হয়েছে এরশাদের দল জাতীয় পার্টি। ৯ জানুয়ারি অন্যদের শপথ
অনুষ্ঠানের দিন দেশের বাইরে থাকায় আওয়ামী লীগের নাজমুল হাসান এবং জাতীয়
পার্টির নাসিম ওসমান ও জাসদের মইনউদ্দীন খান বাদলও গতকাল শপথ গ্রহণ করেন।
No comments