টেস্ট প্রস্তুতির বিসিএল শুরু
আঠারো
দলীয় জোটের লাগাতার অবরোধ মাথায় নিয়ে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট
লীগের (বিসিএল) দ্বিতীয় আসর। অবশ্য চার দলের এ টুর্নামেন্টের প্রথম
রাউন্ডের দুটি ম্যাচই বিকেএসপিতে হওয়ায় রাজনৈতিক উত্তাপে পড়বে না বিসিএল।
বিকেএসপির দুই নম্বর মাঠে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন
মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোনের। আর বিকেএসপির তিন নম্বর মাঠে
বিসিবি নর্থ জোন মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোনের। শ্রীলংকার বিপক্ষে
টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই অনেকটা তাড়াহুড়া করে বিসিএলের আয়োজন। আগের
সূচি অনুযায়ী ৮ জানুয়ারি থেকে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরুর কথা ছিল;
কিন্তু বিরোধী জোটের চলমান রাজনৈতিক কর্মসূচির কথা মাথায় রেখে এনসিএল
পিছিয়ে দেয় বিসিবি। এনসিএল পিছিয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের এ
টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির
জন্য প্রায় সব ক্রিকেটার বিসিএলকে মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন। এই যেমন
বিসিবি নর্থ জোনের অধিনায়ক মুশফিকুর রহিমের মতে, 'অক্টোবরে নিউজিল্যান্ডের
বিপক্ষে টেস্ট সিরিজের পর আমরা আর লম্বা দৈর্ঘ্যের ম্যাচ খেলিনি। তাই
বিসিএল আমাদের জন্য একটা দারুণ সুযোগ।' গতকাল চার দলই মিরপুর শেরেবাংলা
স্টেডিয়ামে অনুশীলন করেছে। সকালে অনুশীলনের ফাঁকে ওয়ালটন সেন্ট্রাল জোনের
ওপেনার শামসুর রহমান শুভ বলেন, 'চেষ্টা করব বড় ইনিংস খেলতে। বিসিএলের দুই
ম্যাচ আমার জন্য খুবই উপকারে আসবে। বিশেষ করে শ্রীলংকা সিরিজ সামনে রেখে
জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য এখানে পারফর্ম করা খুবই
গুরুত্বপূর্ণ। ওয়ালটন সেন্ট্রাল জোন গতবারের চ্যাম্পিয়ন। আমরা শিরোপা ধরে
রাখার চেষ্টা করব।' সেন্ট্রাল জোনের ব্যাটিং নিয়ে বেশ আত্মবিশ্বাসী তাদের
কোচ মিজানুর রহমান বাবুল; কিন্তু বোলিং নিয়ে তিনি ততটা সন্তুষ্ট নন। স্পিন
বিভাগটা মোটামুটি হলেও তাদের পেস আক্রমণটা তেমন শক্তিশালী নয়। ওয়ালটনের
প্রতিপক্ষ ইসলামী ব্যাংক ইস্ট জোন বেশ ব্যালান্সড দল। ব্যাটিংয়ে তামিম,
নাফীস, মুমিনুল, নাজিমউদ্দিনের পাশাপাশি তরুণ লিটন কুমার দাস আছেন। তাদের
স্পিন বিভাগটাও বেশ ভালো। অভিজ্ঞ এনামুল হক জুনিয়রের সঙ্গে আছেন নাবিল
সামাদ। আর এ দলের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব পড়েছে মাশরাফি বিন মর্তুজার
ওপর। গতকাল অনুশীলন শেষে অভিজ্ঞ এ পেসার বলেন, 'আমি তিন বছর ধরে প্রথম
শ্রেণীর ক্রিকেটে তেমন নিয়মিত নই। গত মৌসুমে মাত্র একটি প্রথম শ্রেণীর
ম্যাচ খেলেছি। এবার আমার শরীর অনেক ভালো। বলতে পারেন পুরোপুরি ফিট আমি। তবে
এখনই টেস্ট ক্রিকেটের কথা ভাবছি না। বিসিএলের প্রথম রাউন্ডে পুরোপুরি
মনোনিবেশ করতে চাই।'
শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে বিকেএসপিতে লীগের দুই রাউন্ড হবে। এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের পর বাকি ম্যাচগুলো হবে। প্রথম আসরের তুলনায় প্রতিযোগিতাটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার জন্য টুর্নামেন্টের বাইলজে এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে পয়েন্ট এবং বোনাস পয়েন্টের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। বোনাস পয়েন্টের জন্য প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। আর গতবার যেখানে জয়ের জন্য ছিল ৬ পয়েন্ট, এবার সেখানে করা হয়েছে ১৬ পয়েন্ট। ম্যাচ ড্র হলে উভয় দল ৮ পয়েন্ট করে পাবে। সে সঙ্গে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দলটি এক পয়েন্ট বোনাস পাবে। এ ছাড়া ব্যাটিং এবং বোলিংয়ের জন্যও থাকছে বোনাস পয়েন্ট।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে বিকেএসপিতে লীগের দুই রাউন্ড হবে। এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের পর বাকি ম্যাচগুলো হবে। প্রথম আসরের তুলনায় প্রতিযোগিতাটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার জন্য টুর্নামেন্টের বাইলজে এবার কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে পয়েন্ট এবং বোনাস পয়েন্টের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। বোনাস পয়েন্টের জন্য প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। আর গতবার যেখানে জয়ের জন্য ছিল ৬ পয়েন্ট, এবার সেখানে করা হয়েছে ১৬ পয়েন্ট। ম্যাচ ড্র হলে উভয় দল ৮ পয়েন্ট করে পাবে। সে সঙ্গে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দলটি এক পয়েন্ট বোনাস পাবে। এ ছাড়া ব্যাটিং এবং বোলিংয়ের জন্যও থাকছে বোনাস পয়েন্ট।
No comments