জিমেইলে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কা
জিমেইল
ব্যবহারকারীরা এমনিতেই অনাকাঙ্ক্ষিত মেইলের [স্প্যাম] উৎপাতে অতিষ্ঠ। তবে
গুগলের সাম্প্রতিক এক ঘোষণায় এ উৎপাত আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ
ঘোষণার ফলে গুগলের নিজস্ব সামাজিক যোগাযোগ সাইটে ব্যবহারকারীর জিমেইল
ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। আর এতে করে যে কেউ সংশ্লিষ্ট
ব্যবহারকারীর জিমেইল ঠিকানা সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অপরিচিতরাও জিমেইলে
শুধু ইউজার নেম ব্যবহার করে চ্যাট করতে পারবেন। নতুন এ ফিচারে বার্তা
পাঠাতে শুধু ব্যবহারকারীর নামের একটি অংশ লিখলেই স্বয়ংক্রিয়ভাবে সাজেশন
দেখাবে। এতে এর ফলে নেটওয়ার্কের বাইরের কেউ সহজেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে
খুঁজে পাবে। মূলত গুগল প্লাসকে জনপ্রিয় করতে এমন উদ্যোগ নিয়েছে গুগল।
প্রযুক্তি বিশেষজ্ঞরা গুগলের এ ধরনের উদ্যোগকে ব্যক্তিগত নিরাপত্তার
ক্ষেত্রে হুমকি হিসেবে দেখছেন। ফিচারটিকে ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে
হুমকি হিসেবে দেখছেন ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের নিরাপত্তা
সম্পর্কিত বিভাগীয় প্রধান মার্ক রোটেনবার্গ। তিনি জিমেইলের এমন ফিচারকে
'ঝামেলা' আখ্যা দিয়ে বলেন, হাজার হাজার গুগল প্লাস ব্যবহারকারীর আইডি এবং
ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিতে পড়বে। তবে এক ব্লগে গুগলের মুখপাত্র ডেভিড
মাকাম জানিয়েছেন, নতুন এ ফিচারটি জিমেইল এবং গুগল প্লাসের মধ্যে সমন্বয়
সাধন করে একই সার্কেলে সংযুক্ত ব্যবহারকারীদের আন্তঃযোগাযোগ আরও সহজ করবে।
আরিফুর রহমান
আরিফুর রহমান
No comments