'জনগণ চাইলে' প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেব :সিসি
জনগণ চাইলে এবং সেনাবাহিনী সমর্থন করলে
প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মিসরের সেনাপ্রধান জেনারেল
আবদেল ফাত্তাহ আল সিসি। গতকাল শনিবার রাষ্ট্রীয় দৈনিক আল আহরাম তাকে উদ্ধৃত
করে এ খবর দিয়েছে। চলতি বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জেনারেল সিসি
লড়বেন কি-না, এ নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল। এরই মধ্যে অবস্থান
স্পষ্ট করলেন সিসি। গতকাল মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন,
'আমি যদি নির্বাচন করতে চাই, তবে তার জন্য অবশ্যই জনগণের চাওয়া এবং
সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন হবে।' নতুন সংবিধানের ওপর গণভোট গ্রহণের মাত্র
ক'দিন আগেই এমন মন্তব্য করলেন তিনি।
গত বছরের জুলাইয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনীর উৎখাতের পর জেনারেল সিসিই এখন মিসরের সবচেয়ে 'জনপ্রিয় নেতা'। সেনাবাহিনীর ওপরও তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি নির্বাচন করলে সেনাবাহিনী তাকে সমর্থন দেবে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন শীর্ষ সামরিক কর্তারা। কীভাবে সিসি তার নির্বাচনের পক্ষে জনসমর্থন বুঝবেন-এমন প্রশ্নে এক সরকারি কর্মকর্তা জানান, নতুন সংবিধানের পক্ষে পড়া ভোটের পরিমাণকে একটি নিদর্শন হিসেবে বিবেচনা করা হবে। এদিকে শুক্রবার জুমার নামাজের পর সুয়েজ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মুসলিম ব্রাদারহুডের ৩ সমর্থক নিহত হয়েছেন।
গত বছরের জুলাইয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনীর উৎখাতের পর জেনারেল সিসিই এখন মিসরের সবচেয়ে 'জনপ্রিয় নেতা'। সেনাবাহিনীর ওপরও তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি নির্বাচন করলে সেনাবাহিনী তাকে সমর্থন দেবে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন শীর্ষ সামরিক কর্তারা। কীভাবে সিসি তার নির্বাচনের পক্ষে জনসমর্থন বুঝবেন-এমন প্রশ্নে এক সরকারি কর্মকর্তা জানান, নতুন সংবিধানের পক্ষে পড়া ভোটের পরিমাণকে একটি নিদর্শন হিসেবে বিবেচনা করা হবে। এদিকে শুক্রবার জুমার নামাজের পর সুয়েজ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মুসলিম ব্রাদারহুডের ৩ সমর্থক নিহত হয়েছেন।
No comments