গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা
ভারতের উত্তর প্রদেশের ইতাওয়াহ শহরে গণধর্ষণের পর গায়ে কেরোসিন ঢেলে কলেজের এক ছাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।
পুলিশের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটির পরিচিত এক ব্যক্তি তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়।
পুলিশের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটির পরিচিত এক ব্যক্তি তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়।
সেখানে তাকে ধর্ষণ করে চারজন। মেয়েটি পুলিশে অভিযোগ করার হুমকি দিলে তার
শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। অগ্নিদগ্ধ অবস্থাতেই
ছুটে বেরিয়ে আসে মেয়েটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে
গ্রামবাসী। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
অভিযুক্তদের কেউ ধরা পড়েনি। সূত্র : ইন্ডিয়া টুডে।
No comments