লাল মসজিদ অভিযান-মোশাররফের বিরুদ্ধে মামলার নির্দেশ
২০০৭ সালে ইসলামাবাদে লাল মসজিদে সেনা
অভিযানে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের
বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ইসলামাবাদ
হাইকোর্টে এ-সংক্রান্ত এক শুনানি চলাকালে বিচারপতি নুরুল হক কোরেশি এ
নির্দেশ দেন।
মোশাররফ ক্ষমতায় থাকার সময় ২০০৭ সালে
ইসলামাবাদের তালেবানপন্থী লাল মসজিদে সামরিক অভিযান চালানো হয়। আট দিন ধরে
চলা অভিযানে সেনা সদস্য এবং মাদ্রাসার ছাত্রসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়। ওই
ঘটনায় হারুন রশিদ নামের এক ব্যক্তির বাবা গাজি আবদুল রশিদ ও দাদা নিহত হন। এ
হত্যাকাণ্ডে মোশাররফের জড়িত থাকার অভিযোগ তুলে আবেদন করেন রশিদ। তাঁর
আবেদনের ওপর গতকাল আদালতে ওই শুনানি হয়। এ সময় বিচারপতি কোরেশি হারুন
রশিদের বিবরণ নথিভুক্ত করার নির্দেশ দেন। শুনানিতে উপস্থিত একাধিক সাক্ষী
ওই ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জড়িত থাকার অভিযোগ করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা, বিচারকদের আটক ও অপসারণ এবং বেলুচ নেতা আকবর খান বুগতি হত্যা মামলায় বর্তমানে মোশাররফের বিচার চলছে। ইসলামাবাদের উপকণ্ঠে মোশাররফের খামারবাড়িকে 'উপকারাগার' ঘোষণা করে সেখানেই তাঁকে আটক রাখা হয়েছে। সূত্র : ডন।
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা, বিচারকদের আটক ও অপসারণ এবং বেলুচ নেতা আকবর খান বুগতি হত্যা মামলায় বর্তমানে মোশাররফের বিচার চলছে। ইসলামাবাদের উপকণ্ঠে মোশাররফের খামারবাড়িকে 'উপকারাগার' ঘোষণা করে সেখানেই তাঁকে আটক রাখা হয়েছে। সূত্র : ডন।
No comments