'এখন আর অত উদ্বেগ নেই'
নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল
বলেছেন, ম্যান্ডেলার অবস্থা নিয়ে তাঁর উদ্বেগ কিছুটা কমেছে। গতকাল শুক্রবার
রাষ্ট্রীয় টেলিভিশন এসএবিসিকে তিনি এ কথা বলেন।
ম্যান্ডেলার
সর্বশেষ অবস্থা সম্পর্কে গ্রাসা বলেন, 'তিনি (ম্যান্ডেলা) চিকিৎসায়
ধারাবাহিকভাবে সাড়া দিয়ে যাচ্ছেন। এক সপ্তাহ আগের চেয়ে আমি আজ কিছুটা
চিন্তামুক্ত।' আগের দিন বৃহস্পতিবারও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব
জুমা হাসপাতালে ম্যান্ডেলাকে দেখে এসে একই রকম মন্তব্য করেন। তবে কেউই
সম্পূর্ণ শঙ্কামুক্ত নন। জুমা বলেন, 'তাঁকে অনেকটাই ৫০ বছর আগের যোদ্ধার
মতো দেখেছি।' এরপর প্রেসিডেন্টের কার্যালয় থেকেও জানানো হয়, ম্যান্ডেলা
চিকিৎসায় সাড়া দিয়ে যাচ্ছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল।
ফুসফুসের সংক্রমণের কারণে গত ৮ জুন প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয় ম্যান্ডেলাকে। গতকাল হাসপাতালে টানা ৩৫তম দিন পার করেছেন ম্যান্ডেলা। ১৯৯০ সালের পর এই প্রথম তিনি একটানা এত বেশি সময় হাসপাতালে আছেন। সূত্র : এএফপি।
ফুসফুসের সংক্রমণের কারণে গত ৮ জুন প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয় ম্যান্ডেলাকে। গতকাল হাসপাতালে টানা ৩৫তম দিন পার করেছেন ম্যান্ডেলা। ১৯৯০ সালের পর এই প্রথম তিনি একটানা এত বেশি সময় হাসপাতালে আছেন। সূত্র : এএফপি।
No comments