মিসরে সংবিধান সংশোধনে কমিটি গঠন
মিসরের সংবিধান সংশোধনে ১০ সদস্যের একটি
বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর। গতকাল
রবিবার এ কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার থেকে কমিটি কাজ শুরু করবে।
গত
৩ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অপসারণের পর সংবিধান স্থগিত করা
হয়েছে। গত বছরের ডিসেম্বরে দুই দফা গণভোটের মাধ্যমে সংবিধানটি গৃহীত
হয়েছিল।
গতকাল প্রেসিডেন্টের জারি করা আদেশে বলা হয়েছে, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপক থাকবেন। বাকি ছয়জন বিচারক। আজ সোমবার থেকে কাজ শুরু করবেন তাঁরা। ৩০ দিনের মধ্যে সংশোধনের কাজ শেষ করতে হবে। সংশোধিত এ খসড়া বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে গঠিত ৫০ সদস্যদের একটি বৃহত্তর কমিটিকে দেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ীদের সংগঠন, ধর্মীয় নেতা ও সেনা কর্মকর্তাসহ সমাজের সব অংশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ওই কমিটি পরবর্তী ৬০ দিনের মধ্যে তা সংযোজন-বিয়োজনের মাধ্যমে চূড়ান্ত করবে। এরপর সেটি প্রেসিডেন্টের কাছে পেশ করা হবে।
প্রেসিডেন্ট পরবর্তী ৩০ দিনের মধ্যে সংবিধানের ওই চূড়ান্ত খসড়ার ওপর গণভোটের ডাক দেবেন। সূত্র : এএফপি।
গতকাল প্রেসিডেন্টের জারি করা আদেশে বলা হয়েছে, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপক থাকবেন। বাকি ছয়জন বিচারক। আজ সোমবার থেকে কাজ শুরু করবেন তাঁরা। ৩০ দিনের মধ্যে সংশোধনের কাজ শেষ করতে হবে। সংশোধিত এ খসড়া বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে গঠিত ৫০ সদস্যদের একটি বৃহত্তর কমিটিকে দেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ীদের সংগঠন, ধর্মীয় নেতা ও সেনা কর্মকর্তাসহ সমাজের সব অংশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ওই কমিটি পরবর্তী ৬০ দিনের মধ্যে তা সংযোজন-বিয়োজনের মাধ্যমে চূড়ান্ত করবে। এরপর সেটি প্রেসিডেন্টের কাছে পেশ করা হবে।
প্রেসিডেন্ট পরবর্তী ৩০ দিনের মধ্যে সংবিধানের ওই চূড়ান্ত খসড়ার ওপর গণভোটের ডাক দেবেন। সূত্র : এএফপি।
No comments