দৈনন্দিন বিজ্ঞান-জানার ভেতর অজানা
আপনি কি জানেন সূর্যের পৃষ্ঠতাপমাত্রা কত?
সূর্যের পৃষ্ঠের তামপাত্রা হলো ৫৭০০ ডিগ্রি সেলসিয়াস। এটা আসলে কত বেশি
উত্তপ্ত তা বোঝার জন্য একবার পৃথিবীর পৃষ্ঠতাপমাত্রার সঙ্গে তুলনা করে
দেখুন।
পৃথিবীর পৃষ্ঠতাপমাত্রা হলো গড়ে ২০ ডিগ্রি
সেলসিয়াস। সূর্যের আনুমানিক বয়স ধরা হয় ৪.৫ বিলিয়ন বছর। সূর্য তার নিজ
অক্ষে একবারে ঘুরে আসে প্রায় ২৬ দিনে। তবে কোনো কোনো অঞ্চলে এর ভিন্নতা
দেখা যায়। কারণ হলো, সূর্যের প্রায় সবটুকুই হলো বিভিন্ন ধরনের গ্যাস। শুধু
তা-ই নয়, সূর্যকে একেক সময় এবং একেক স্থান থেকে একেক রকম দেখায়, যা নিয়ে
রয়েছে বিজ্ঞানীদের মনে নানা রকম কৌতূহল। যার মধ্যে সানস্পট হলো অন্যতম
একটি। সূর্য সম্পর্কে একটি মজার তথ্য হলো, সূর্যের রয়েছে একটি শক্তিশালী
চৌম্বকক্ষেত্র। যার দিক বছরে বছরে পরিবর্তনশীল। পরীক্ষা করে দেখা গেছে যে
সূর্যের চৌম্বকক্ষেত্রের দিক প্রায় সাত বছরে পরিবর্তিত হয়ে একেবারে
বিপরীতমুখী হয়ে যায়। প্রশ্ন হলো, কেন এই রহস্যময় চৌম্বকক্ষেত্র সম্পর্কে
আমাদের জানা প্রয়োজন? এই জন্যই জানা দরকার যে সূর্যের এই চৌম্বকক্ষেত্রের
প্রভাবেই পরিবর্তির বা প্রভাবিত হয় সোলার উইন্ড, সানস্পট এবং অন্যান্য
সোলার কার্যক্রম। যার ফলে প্রভাবিত হয় আমাদের সমগ্র সোলার সিস্টেম। এবং এই
কারণেই পরিবর্তিত বা প্রভাবিত হয় আমাদের এই পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলের গঠন
ও বৈশিষ্ট্য।
No comments