তবে কি কাল সেই শুভক্ষণ?
ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীর
আগমনের নতুন তারিখের ইঙ্গিত দিয়েছেন ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের মা
ক্যারল মিডলটন। জানা গেছে, ক্যারল তাঁর বন্ধুদের বলেছেন, রাজপরিবারের
নবজাতক নাকি সিংহ রাশির হবে।
যেহেতু ২৩ জুলাই থেকে এ রাশির গণনা শুরু, তাই ধরে নেওয়া যায় আগামীকাল মঙ্গলবারই রাজপরিবারের বহু কাঙ্ক্ষিত সেই দিন।
গত ১৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট দম্পতির সন্তান জন্ম নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু তারপর এক সপ্তাহ কেটে গেছে। কেট যথারীতি সেন্ট মেরিজ হসপিটালের লন্ডন শাখা লিন্ডো উইংয়ে ভর্তি আছেন।
এ হাসপাতালেই উইলিয়াম ও তাঁর ছোট ভাই হ্যারির জন্ম। ধাত্রীবিদ মারকাস সেচেলের তত্ত্বাবধানে আছেন কেট। ১৯৯০ সালের পর থেকেই সেচেলের কাছে চিকিৎসা নিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ ছাড়া রানির ছোট ছেলের বউ সোফি ওয়েসেক্সের দুই সন্তানের জন্মও তাঁর হাতেই হয়েছে। এখন সেচেলের বয়স ৭০ হলেও তিনিই কেটের দায়িত্ব নিয়েছেন। সূত্র : ডিএনএ।
গত ১৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট দম্পতির সন্তান জন্ম নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু তারপর এক সপ্তাহ কেটে গেছে। কেট যথারীতি সেন্ট মেরিজ হসপিটালের লন্ডন শাখা লিন্ডো উইংয়ে ভর্তি আছেন।
এ হাসপাতালেই উইলিয়াম ও তাঁর ছোট ভাই হ্যারির জন্ম। ধাত্রীবিদ মারকাস সেচেলের তত্ত্বাবধানে আছেন কেট। ১৯৯০ সালের পর থেকেই সেচেলের কাছে চিকিৎসা নিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ ছাড়া রানির ছোট ছেলের বউ সোফি ওয়েসেক্সের দুই সন্তানের জন্মও তাঁর হাতেই হয়েছে। এখন সেচেলের বয়স ৭০ হলেও তিনিই কেটের দায়িত্ব নিয়েছেন। সূত্র : ডিএনএ।
No comments