নিউজিল্যান্ডে ভূমিকম্প পার্লামেন্ট ভবন ক্ষতিগ্রস্ত
নিউজিল্যান্ডে গতকাল রবিবার ৬ দশমিক ৯
মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এক মিনিট স্থায়ী এ ভূমিকম্পে
পার্লামেন্ট ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তি্বক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল রাজধানী ওয়েলিংটনের ৩৫ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠের ৬ দশমিক ৩ মাইল গভীরে। দেশের উত্তরাংশে অবস্থিত অকল্যান্ড পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়। ওয়েলিংটনের বাসিন্দারা জানান, ভূমিকম্পে দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশকিছু পানির পাইপ ফেটে যায়। শহরতলির কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মকর্তারা জানান, ভূমিকম্পের পর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানান তারা। সূত্র : বিবিসি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তি্বক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল রাজধানী ওয়েলিংটনের ৩৫ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠের ৬ দশমিক ৩ মাইল গভীরে। দেশের উত্তরাংশে অবস্থিত অকল্যান্ড পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়। ওয়েলিংটনের বাসিন্দারা জানান, ভূমিকম্পে দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশকিছু পানির পাইপ ফেটে যায়। শহরতলির কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মকর্তারা জানান, ভূমিকম্পের পর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানান তারা। সূত্র : বিবিসি।
No comments