নেতানিয়াহুর ঘোষণা-ফিলিস্তিনের সঙ্গে শান্তির সিদ্ধান্ত গণভোটে
ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রবিবার মন্ত্রিসভার সাপ্তাহিক
বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
শেষ পর্যন্ত নেতানিয়াহুর কথা ঠিক থাকলে এটাই হবে ইসরায়েলের ৬৫ বছরের ইতিহাসে প্রথম গণভোট।
প্রায় তিন বছর পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনা আবার শুরু হচ্ছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসছে। তার ঠিক আগে এ ঘোষণা দিলেন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, 'ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি সরকারের একার পক্ষে নেওয়া কঠিন, বিষয়টি গণভোটে দেওয়া হবে। আমার বিশ্বাস, পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। আমি মনে করি না, এ সিদ্ধান্ত এর-ওর সঙ্গে আলোচনা করে নেওয়া যাবে। এটা জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।'
তবে গণভোট দিতে চাইলে সংবিধানে নতুন ধারা যোগ করতে হবে। কারণ এর আগে ইসরায়েলে কোনো গণভোট হয়নি।
সূত্র : এপি।
প্রায় তিন বছর পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনা আবার শুরু হচ্ছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসছে। তার ঠিক আগে এ ঘোষণা দিলেন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, 'ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি সরকারের একার পক্ষে নেওয়া কঠিন, বিষয়টি গণভোটে দেওয়া হবে। আমার বিশ্বাস, পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। আমি মনে করি না, এ সিদ্ধান্ত এর-ওর সঙ্গে আলোচনা করে নেওয়া যাবে। এটা জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।'
তবে গণভোট দিতে চাইলে সংবিধানে নতুন ধারা যোগ করতে হবে। কারণ এর আগে ইসরায়েলে কোনো গণভোট হয়নি।
সূত্র : এপি।
No comments