আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন র‌্যাব সদস্য মাহমুদুল- দরবারের টাকা লুট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরীফের টাকা লুটের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন র‌্যাবের তৎকালীন সদস্য ফ্লাইট লেফটেনেন্ট শেখ মাহমুদুল হাসান। সোমবার দুপুরে তিনি চট্টগ্রামের বিচারিক আদালত থেকে জামিন নেন।


আদালত সূত্রে জানা যায়, বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে র‌্যাবের এ সাবেক সদস্য জামিন প্রার্থনা করেন। উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসামির এই জামিন প্রার্থনা। বিচারক আসামি মাহমুদুল হাসানকে মামলার আগামী ধার্য তারিখ ১৪ অক্টোবর পর্যন্ত জামিন প্রদান করেন।
চট্টগ্রাম আদালত পুলিশের নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, আসামি মাহমুদুল হাসান হাইকোর্ট থেকে যে জামিন নিয়েছিলেন তার মেয়াদ ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সে দিনই তাঁর জুডিসিয়াল কোর্টে আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার আদালতে আত্মসমর্পণ করে আসামির পক্ষে জানানো হয় গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত হতে পারেননি। বিচারক আসামির আবেদন বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৪ নবেম্বর আনোয়ারার তালসরা দরবার শরীফ থেকে ২ কোটি ৭ হাজার টাকা লুট হয়।

No comments

Powered by Blogger.