যৌথ কূটনৈতিক মিশন খুলবে ব্রিটেন-কানাডা
বিদেশে কানাডার সঙ্গে যৌথ কূটনৈতিক মিশন খুলবে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের গতকাল সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডের সঙ্গে রাজধানী অটোয়ায় গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টির খুঁটিনাটি নিয়ে কথা বলেন হেগ।
যৌথ কূটনৈতিক মিশন খোলার এ উদ্যোগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে।
এর আগে হেগ বলেছিলেন, এই উদ্যোগ ব্রিটেনকে কম খরচে বাইরের বিভিন্ন দেশে কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি করে দেবে। লন্ডন বা অটোয়ার দূতাবাস নেই_এমন দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এক বিবৃতিতে হেগ আরো বলেন, 'প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত বছর কানাডার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, একই রানির অধীনে, একই মূল্যবোধে যুক্ত দুটি দেশ হচ্ছে কানাডা ও ব্রিটেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি আফগানিস্তানের রণাঙ্গনে। সমর্থন দিয়েছি আরব বসন্তে জেগে ওঠা লিবিয়া ও সিরিয়ার বিদ্রোহীদের।' হেগ বলেন, 'কাজেই সম্ভাব্য ক্ষেত্রে কানাডার সঙ্গে আমাদের দূতাবাসগুলোকে যুক্ত করার ইচ্ছা স্বাভাবিক। এটা দেশের বাইরে কম খরচে আমাদের তৎপরতা ও ব্যবসা সম্প্রসারণে বড় ধরনের সুযোগ তৈরি করে দেবে।' সূত্র : বিবিসি।
এর আগে হেগ বলেছিলেন, এই উদ্যোগ ব্রিটেনকে কম খরচে বাইরের বিভিন্ন দেশে কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি করে দেবে। লন্ডন বা অটোয়ার দূতাবাস নেই_এমন দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এক বিবৃতিতে হেগ আরো বলেন, 'প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত বছর কানাডার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, একই রানির অধীনে, একই মূল্যবোধে যুক্ত দুটি দেশ হচ্ছে কানাডা ও ব্রিটেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি আফগানিস্তানের রণাঙ্গনে। সমর্থন দিয়েছি আরব বসন্তে জেগে ওঠা লিবিয়া ও সিরিয়ার বিদ্রোহীদের।' হেগ বলেন, 'কাজেই সম্ভাব্য ক্ষেত্রে কানাডার সঙ্গে আমাদের দূতাবাসগুলোকে যুক্ত করার ইচ্ছা স্বাভাবিক। এটা দেশের বাইরে কম খরচে আমাদের তৎপরতা ও ব্যবসা সম্প্রসারণে বড় ধরনের সুযোগ তৈরি করে দেবে।' সূত্র : বিবিসি।
No comments