আরেকটা অর্জনের সামনে ফোরলান
উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি ডিয়াগো ফোরলানের সামনে। আর একটি মাত্র গোল করতে পারলেই ছাড়িয়ে যাবেন কিংবদন্তি স্কারোনোকেও। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে উরুগুয়ের জার্সি গায়ে ফোরলানের নামের পাশে ৩১ গোল। ১৯৩০ বিশ্বকাপ এবং তার আগে ১৯২৪ ও ১৯২৮ সালে উরুগুয়েকে অলিম্পিক সোনা জেতানো তারকা স্কারোনোর গোলও ৩১। এ বছরই কোপা আমেরিকার ফাইনালে জোড়া গোল করে স্কারোনোকে ছুঁয়ে ফেলেছিলেন ফোরলান।
২০১০ বিশ্বকাপের সেরা এই তারকার সামনে এবার তাঁকে ছাড়িয়ে যাওয়ারও সুযোগ।
সর্বশেষ কোপা আমেরিকায় একটা রেকর্ড অবশ্য নিজের করেই নিয়েছেন ফোরলান। উরুগুয়ের জার্সি গায়ে সবচেয়ে বেশি ৮২টি ম্যাচ খেলা ফুটবলার এখন তিনিই। কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত খেলে তিনি ভেঙেছেন ৭০ ও ৮০-র দশকের তারকা গোলরক্ষক রুডলফ রদ্রিগুয়েজের ৭৯ ম্যাচ খেলার রেকর্ড। ফোরলানের সর্বোচ্চ গোলের রেকর্ডের কাছাকাছিই আছেন ৩৪ বছর বয়সী আব্রিউ (২৬ গোল)। মাত্র ৪৯ ম্যাচে ২৪ গোল করা ২১ বছর বয়সী লুই সুয়ারেজও চাইলে নাম লেখাতে পারেন সেই লড়াইয়ে। ওয়েবসাইট
সর্বশেষ কোপা আমেরিকায় একটা রেকর্ড অবশ্য নিজের করেই নিয়েছেন ফোরলান। উরুগুয়ের জার্সি গায়ে সবচেয়ে বেশি ৮২টি ম্যাচ খেলা ফুটবলার এখন তিনিই। কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত খেলে তিনি ভেঙেছেন ৭০ ও ৮০-র দশকের তারকা গোলরক্ষক রুডলফ রদ্রিগুয়েজের ৭৯ ম্যাচ খেলার রেকর্ড। ফোরলানের সর্বোচ্চ গোলের রেকর্ডের কাছাকাছিই আছেন ৩৪ বছর বয়সী আব্রিউ (২৬ গোল)। মাত্র ৪৯ ম্যাচে ২৪ গোল করা ২১ বছর বয়সী লুই সুয়ারেজও চাইলে নাম লেখাতে পারেন সেই লড়াইয়ে। ওয়েবসাইট
No comments