স্যামিদের হারাতে চান শাহরিয়ার
কথা ছিল সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। তা তারা খেলছেও। তবে ক্যারিবীয়দের অনুরোধে ফতুল্লা স্টেডিয়ামে আজকের ৫০ ওভারের ম্যাচটা হয়ে গেছে ৪৫ ওভারের। আর পরশুর দ্বিতীয় ম্যাচটা তো টি-টোয়েন্টিই হয়ে গেল!
প্রথম প্রস্তুতি ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিপক্ষ বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচে প্রস্তুতিটাই সব সময় মূল লক্ষ্য থাকলেও স্বাগতিক অধিনায়ক শাহরিয়ার নাফীসের লক্ষ্য আজ জয়, ‘আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। প্রস্তুতি ম্যাচ হলেও প্রথম ম্যাচেই ওদের একটা ধাক্কা দিতে চাই।’ কাঙ্ক্ষিত জয় পেলে তাতে অধিনায়কোচিত ভূমিকা রাখতে চান তিনি, ‘যতটা সম্ভব ভালো খেলতে চাই। প্রস্তুতি ম্যাচ হলেও নামের পাশে ভালো একটা স্কোর থাকলে খুশি হব।’
সিরিজে বাংলাদেশের জন্য মূল হুমকি দেবেন্দ্র বিশুর লেগ স্পিন নাকি কেমার রোচ-রবি রামপলদের পেস বল, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। শাহরিয়ার মনে করেন, বিশুর লেগ স্পিনের চেয়ে পেস বলটাই ভোগাবে বেশি। প্রস্তুতি ম্যাচকে মনে করছেন সেটাতে অভ্যস্ত হওয়ার একটা সুযোগ, ‘আমার ধারণা, বিশুকে সামলানো যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন বলে ওদের পেসারদের বিপক্ষে ভালো শুরু পাওয়া। প্রস্তুতি ম্যাচের দলের অনেকেই টি-টোয়েন্টির দলেও আছে। তাদের জন্য প্রতিপক্ষের বোলারদের দেখে নেওয়ার এটা ভালো সুযোগ।’
কাল বাংলাদেশ লাল-সবুজের টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের শুরুতে উইকেট থেকে সাহায্য পেয়েছেন পেসাররা। তবে শাহরিয়ারের ধারণা, কাল সারা দিন রোদে পোড়া উইকেটটা আজ হয়ে উঠবে ব্যাটিং-সহায়ক। সেটা হলে শাহরিয়াররা যত খুশি হবেন, তার চেয়ে বেশি খুশি হওয়ার কথা ক্যারিবীয় ব্যাটসম্যানদেরই। ব্যাটসম্যানদের দল বিসিবি একাদশে সবচেয়ে অভিজ্ঞ বোলারটির নামও যে রবিউল ইসলাম!
প্রথম প্রস্তুতি ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিপক্ষ বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচে প্রস্তুতিটাই সব সময় মূল লক্ষ্য থাকলেও স্বাগতিক অধিনায়ক শাহরিয়ার নাফীসের লক্ষ্য আজ জয়, ‘আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। প্রস্তুতি ম্যাচ হলেও প্রথম ম্যাচেই ওদের একটা ধাক্কা দিতে চাই।’ কাঙ্ক্ষিত জয় পেলে তাতে অধিনায়কোচিত ভূমিকা রাখতে চান তিনি, ‘যতটা সম্ভব ভালো খেলতে চাই। প্রস্তুতি ম্যাচ হলেও নামের পাশে ভালো একটা স্কোর থাকলে খুশি হব।’
সিরিজে বাংলাদেশের জন্য মূল হুমকি দেবেন্দ্র বিশুর লেগ স্পিন নাকি কেমার রোচ-রবি রামপলদের পেস বল, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। শাহরিয়ার মনে করেন, বিশুর লেগ স্পিনের চেয়ে পেস বলটাই ভোগাবে বেশি। প্রস্তুতি ম্যাচকে মনে করছেন সেটাতে অভ্যস্ত হওয়ার একটা সুযোগ, ‘আমার ধারণা, বিশুকে সামলানো যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন বলে ওদের পেসারদের বিপক্ষে ভালো শুরু পাওয়া। প্রস্তুতি ম্যাচের দলের অনেকেই টি-টোয়েন্টির দলেও আছে। তাদের জন্য প্রতিপক্ষের বোলারদের দেখে নেওয়ার এটা ভালো সুযোগ।’
কাল বাংলাদেশ লাল-সবুজের টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের শুরুতে উইকেট থেকে সাহায্য পেয়েছেন পেসাররা। তবে শাহরিয়ারের ধারণা, কাল সারা দিন রোদে পোড়া উইকেটটা আজ হয়ে উঠবে ব্যাটিং-সহায়ক। সেটা হলে শাহরিয়াররা যত খুশি হবেন, তার চেয়ে বেশি খুশি হওয়ার কথা ক্যারিবীয় ব্যাটসম্যানদেরই। ব্যাটসম্যানদের দল বিসিবি একাদশে সবচেয়ে অভিজ্ঞ বোলারটির নামও যে রবিউল ইসলাম!
No comments